Site icon janatar kalam

খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল শিবনগরের মডার্ন ক্লাবের পুজো প্যান্ডেল তৈরির কাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে আর সময় বেশি নেই। রাজধানীর বনেদী ক্লাব গুলিতে শুরু হয়ে যাচ্ছে দুর্গা পূজার প্রস্তুতি। ইতি মধ্যে শুরু হয়ে গেছে বিগ বাজেটের পূজার খুঁটি পূজা ও কাঠামখিলি। রবিবার খুঁটি পূজা হয় রাজধানীর শিবনগরের মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের। এদিন সকালে ক্লাবের সদস্য- সদ্যারা এতে অংশ নেন।

তাদের এবছরের মণ্ডপ তৈরি হবে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষরধাম ‘ মন্দিরের অনুকরনে। প্যান্ডল তৈরী করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ-র শিল্পী সঞ্জিত দেবনাথ। পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ জানান প্রতিমা তৈরী করবেন পশ্চিমবাংলার কাঁথির মৃৎশিল্পী গুরুপদ পান্ডা এবং আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী মৃনাল কান্তি গোস্বামী।

এছাড়া এবারের পূজায় বিশেষ আকর্ষন হিসেবে থাকছে, নেশা- বিরোধী অভিযান এবং তার সাথে থাকবে মানুষকে সচেতন করার অন্যান্য প্রচেষ্টা। যেমন বেটি পড়াও বেটি বাঁচাও, পরিবেশ সুরক্ষা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, জলসংরক্ষন ইত্যাদি। সভাপতি জানান পূজার প্রাথমিক বাজেট চল্লিশ লক্ষ টাকা ধরা হয়েছে।

Exit mobile version