জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্থানীয় শিল্পীদের দিয়েই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। লোকাল ফর ভোকালকে সামনে রেখে রাজ্যের শিল্পীদের দিয়ে তৈরি করা হচ্ছে এবছরের মুক্তি সংঘের দূর্গা পূজার প্যান্ডেল ও মূর্তি। বুধবার হয় খুঁটি পূজা। খুঁটি পুজার মধ্যদিয়ে মুক্তি সংঘ এবছর তাদের দুর্গা পুজার প্রস্তুতি শুরু করেছে।
এদিন পুরোহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় খুঁটি পূজা। পাশাপাশি এদিন আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক পিনাকী চক্রবর্তী সহ অন্যরা। ক্লাব সম্পাদক জানান খুঁটি পূজা দিয়ে এদিন মুক্তি সংঘ ক্লাবের দুর্গা পুজার প্রস্তুতি শুরু হয়েছে। এবছর মুক্তি সংঘের পুজার থিম ইচ্ছে ডানা। প্রতি বছরের মতো এবারো ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা উদ্যোক্তাদের।