Site icon janatar kalam

খালিদ জামিল ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন,ঘোষণা করলেন AIFF

জনতার কলম ওয়েবডেস্ক :-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) খালিদ জামিলকে ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছে। শুক্রবার AIFF এই ঘোষণা করেছে। খালিদ ২০১৭ সালে আইজল ফুটবল ক্লাবকে আই-লিগ শিরোপা এনে দিয়েছিলেন। ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো, ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে একজন ভারতীয়কে নিযুক্ত করা হয়েছে। 

৪৮ বছর বয়সী জামিল, যিনি ভারতের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল জামশেদপুর এফসির ম্যানেজার, তাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর নির্বাহী কমিটি তিন সদস্যের তালিকা থেকে বেছে নিয়েছিল। অন্য দুই প্রতিযোগী ছিলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ। স্টেফান পূর্বে স্লোভাকিয়া জাতীয় দলের কোচ ছিলেন।

জাতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনকারী সর্বশেষ ভারতীয় ছিলেন স্যাভিও মেদেইরা, যিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত এই পদে ছিলেন। নতুন ভূমিকায় জামিলের প্রথম দায়িত্ব হবে মধ্য এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপ, যা ২৯শে আগস্ট থেকে তাজিকিস্তান এবং উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে।

Exit mobile version