Site icon janatar kalam

খাদ্য দপ্তরে ৩৭ জনকে অফার হাতে তুলে দিলো খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :+ .রাজ্য সরকারের খাদ্য ও জন সংবরণ দপ্তরের ৩৭ জন চাকরির অফারপ্রাপকের হাতে অফার লেটার তুলে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । মহাকরণে আয়োজিত এই অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ও মন্ত্রী । এদিনের অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নতুনরা যত বেশি করে সরকারি কাজে এগিয়ে আসবে তত বেশি স্বচ্ছতা থাকবে কাজের মধ্যে । প্রত্যেকের কাজের বয়সসীমা ৬০ বছর পর্যন্ত । যারা অবসরে চলে যাওয়ার সময় হয়ে যায় তাদের জায়গায় নতুন নতুন ছেলে মেয়েরা আসলে কাজের গতি অনেক গুণ বেড়ে যায় । যার ফলে পুরানোদের কাছ থেকে নতুনরা অনেক কাজকর্ম শিখতে পারে । তাই তাদেরকে সব সময় উৎসাহ প্রদান করতে হয় ।

 

 

 

Exit mobile version