Site icon janatar kalam

খয়েরপুরে সিএনজি স্টেশনের কাছে অটোতে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়ালো

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- শহরের খয়েরপুর দলুরা এলাকায় শনিবার সকালে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিএনজি স্টেশনের কাছাকাছি স্থানে হঠাৎ একটি অটোতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে।

স্থানীয়রা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ অটো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থল সিএনজি স্টেশনের কাছাকাছি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের খবর নেই। তবে অটোর সামনের ও ইঞ্জিন অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। দমকল সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুমান অনুযায়ী অটোর গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এলাকাবাসী জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে সিএনজি স্টেশন পর্যন্ত আগুন পৌঁছে যেত—তাহলে বড় বিপদ ঘটতে পারত।

 

 

 

Exit mobile version