Site icon janatar kalam

ক্ষুদিরাম বসু স্কুলে বনমহোৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো বনমহোৎসব। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য এস সি ইআর টি এর অধিকর্তা এল, ডারলং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক পল্লব কান্তি সাহা সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বনমহোৎসব উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন।

বেশি করে বনমহোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। প্রতিবছরই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল পরিবেশ দিবস বা বনমহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরো অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Exit mobile version