জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বুধবার মোহনপুর পৌর পরিষদের আয়োজিত “শারদ সম্মান ২০২৫” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, “একটি সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ক্লাবগুলোর ভূমিকা অনস্বীকার্য। সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাদের সমানভাবে এগিয়ে আসতে হবে।”
মন্ত্রী জানান, ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন ক্লাব দৃষ্টিনন্দন মণ্ডপ ও শিল্পসম্মত প্রতিমা নির্মাণ করে রাজ্যের সংস্কৃতিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে ক্লাবের সাফল্য কেবল শিল্প বা সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয়— সমাজসেবামূলক কাজেই তাদের প্রকৃত পরিচয় ফুটে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
রতন লাল নাথ বলেন, “একটি ক্লাব সমাজের দর্পণ। এটি সমাজের মূল্যবোধ, ঐক্য ও মানবতার প্রতিফলন হওয়া উচিত। তাই উৎসবের সময়ের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে হবে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক বিপদের সময়।”
তিনি আহ্বান জানান, ক্লাবগুলিকে মাদকবিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধ, এবং সমাজে শিক্ষামূলক নাটক বা সচেতনতা কর্মসূচির আয়োজনের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
মন্ত্রী বয়োজ্যেষ্ঠদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, “একটি সমাজ বা সংগঠনকে সঠিক পথে এগিয়ে নিতে অভিজ্ঞদের দিকনির্দেশনা গ্রহণ করা অপরিহার্য।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন লাল নাথ এক গভীর দার্শনিক ভাবনা প্রকাশ করেন— “জীবন একটি খাতা; এর প্রথম পৃষ্ঠা জন্ম ও শেষ পৃষ্ঠা মৃত্যু, যা ঈশ্বর লিখে দিয়েছেন। কিন্তু মাঝের পাতাগুলো আমাদের হাতে— সেখানে ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার শব্দে পৃষ্ঠা ভরাট করাই জীবনের উদ্দেশ্য।”
মন্ত্রী শেষে ক্লাবগুলিকে অনুরোধ করেন, তারা যেন শুধু উৎসবের সময় নয়, বরং সারাবছর সমাজের উন্নয়ন, ঐক্য ও মানবিকতার কাজে নিজেদের সম্পৃক্ত রাখে। “যখন মানুষ দেখবে ক্লাব তাদের পাশে আছে, তখন সেই ক্লাবের সুনাম সুবাসের মতো ছড়িয়ে পড়বে,” — মন্তব্য করেন তিনি।