Site icon janatar kalam

ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এধরণের অনুষ্ঠান সহায়ক ভূমিকা নেবে : কৃষিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিএম-শ্রী কামালঘাট দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আজ মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে রাজ্যে এধরণের অনুষ্ঠান সহায়ক ভূমিকা নেবে।

ছোট ছোট ছেলেমেয়েরা যারা যে খেলায় পারদর্শী তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকস্তরে নিয়ে যাওয়াই রাজ্য সরকারের লক্ষ্য। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও ছাত্রছাত্রীদের অংশ নিতে হবে। এজন্য ছাত্রছাত্রীদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, কামালঘাট পঞ্চায়েতের প্রধান মিঠু রাণী দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব।

স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ। মহকুমা ভিত্তিক এই ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনুর্ধ ১০ বছর বালক-বালিকা বিভাগে ফুটবল ও অ্যাথলেটিক্স এবং অনুর্ধ ১৪ বছর বালক-বালিকা বিভাগে কবাডি ও খোখো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি বিভাগে ৫২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

Exit mobile version