জনতার কলম ওয়েবডেস্ক :-কেরালার তিরুবনন্তপুরমে আজ রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ‘রাজহংস’ নামের রাজভবনের অভ্যন্তরীণ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন। তিনি প্রথম কপিটি সংসদ সদস্য শশী থারুরের হাতে তুলে দেন।
রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার অনুষ্ঠানে জানান, এই প্রকাশনার মূল উদ্দেশ্য হলো রাজভবনে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আশা প্রকাশ করেন যে ‘রাজহংস’ পত্রিকাটি রাজভবনের ঐতিহাসিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ভবিষ্যতে মূল্যবান ভূমিকা পালন করবে।