Site icon janatar kalam

কেন্দ্র ও রাজ্যের সরকার মানববন্ধন সরকার, মানুষের জন্য চিন্তা করে এই সরকার : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারও দেশের স্বাধীনতা দিবস ও ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুচ্ছ কর্মসূচির আয়োজন করে রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত সংহতি ক্লাব। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ক্লাবের প্রতিষ্ঠা দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, চক্ষুদান ও দেহ দান কর্মসূচির পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন ক্লাবের সম্পাদক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,কাঠিয়া বাবা বৃন্দাবন বিহারী দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সংহতি ক্লাবের এধরনের কর্মসূচির প্রশংসা করে রাজ্যের সার্বিক উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে বলেন কেন্দ্র ও রাজ্যের সরকার মানববন্ধন সরকার। মানুষের জন্য চিন্তা করে এই সরকার। পানীয় জল বিদ্যুৎ আবাস যোজনায় ঘর রাস্তাঘাট থেকে শুরু করে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হয়েছে রাজ্যে। রাজ্যের রেল লাইনের এত পরিবর্তন কখনো ভাবা যায়নি। সার্বিক দিক দিয়েই উন্নতি হচ্ছে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বহু পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্য।

 

 

Exit mobile version