Site icon janatar kalam

কেন্দ্রীয় সরকার আগামী অর্থবছরে রাজ্যের জন্য তিন কোটি শ্রম দিবসের অনুমোদন দিয়েছে : সন্দীপ আর রাঠোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রাম উন্নয়ন দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে সচিব বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং দপ্তরের অধীনে বিভিন্ন সাফল্যের খতিয়ান দেন।

তিনি জানান ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত ১০৬৫.৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে রেগা প্রকল্পে। রাজ্য সরকার প্রদান করেছে ৭৫ কোটি ১২ লক্ষ টাকা। যার মধ্যে এখন পর্যন্ত খরচ হয়েছে ১১৪০.৭৫ কোটি টাকা। তিনি জানান কেন্দ্রীয় সরকার আগামী অর্থবছরে রাজ্যের জন্য তিন কোটি শ্রম দিবসের অনুমোদন করেছে। যার আনুমানিক আর্থিক প্রভাব হচ্ছে বারোশো কোটি টাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের বর্তমান অগ্রগতির দিকে নজর রেখে ভারত সরকার ত্রিপুরাকে আশ্বাস দিয়েছে আগামী আর্থিক বছরে প্রত্যেক গ্রামীণ পরিবারে পাকা ঘরের লক্ষে রাজ্য সরকারের চাহিদা মত আরও আবাস অনুমোদন হতে পারে। তিনি জানান সম্প্রতি সারাদেশব্যাপী একটি কর্ম প্রয়াস শুরু হয়েছে যার নাম পঞ্চায়েত উন্নয়নসূচক। সচিব এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

 

Exit mobile version