জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হল বিচারাধীন এক বন্দীর। পরিবারের লোকদের অভিযোগ সংশোধনাগারে হত্যা করা হয়েছে তাকে। ঘটনা বিবরণে জানা যায় আগরতলা ক্যাম্পের বাজার এলাকায় স্ত্রীর হত্যার দায়ে পুলিশের হাতে গ্রেফতার হয় বাবুল দাস নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে পুলিশ তাকে আদালতে সোপার্দ করলে আদালত তাকে জেল হাজতে থাকার নির্দেশ দেয়। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ৪৮ দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার দুপুরে বাবুল দাসের মৃত্যু হয়। এদিকে বাড়িতে ফোন করা হয়েছিল বাবুল দাস নাকি অসুস্থ অবস্থায় বিশালগড় হাসপাতালে রয়েছে। বাড়ির লোকজন ছুটে এসে দেখে হাসপাতালের বাইরে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে বাবুল দাসের। এ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে পরিবারের লোকজন। কান্নায় আকাশ বাতাস ভারী করে ফেলেছে পরিবারের মহিলারা।