জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা শ্রমিক কৃষক সহ জন স্বার্থবাহী ২১ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজভবন অভিযান সংগঠিত করেছে সংযুক্ত কিষান মোর্চা। কৃষাণ মোর্চার দাবি গুলির মধ্যে অন্যতম হল কৃষির কাজে বিদ্যুতের বিল কমাতে হবে । পাশাপাশি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা ও কৃষিসামগ্রী ক্রয় এ ভর্তুকির ব্যবস্থা করা । বাস্তবে দেখা গেছে কৃষকদের সাথে প্রতারণা করেছে কেন্দ্রীয় সরকার । প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাতিল করেনি কৃষি আইন । যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী গর্জে উঠেছে কৃষকরা । কৃষকরা ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালন করেছে টানা ধর্মঘট । বর্তমানে তাদের দাবি অবিলম্বে বাতিল করতে হবে শ্রমিক স্বার্থ বিরোধী কৃষি আইন ।