Site icon janatar kalam

কৃষক-শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সরব এআইএডব্লিউইউ, আগরতলায় সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে বিরোধী দল ও শ্রমিক সংগঠনগুলির প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে শনিবার আগরতলার টাউন হলে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন (AIADWU)-এর উদ্যোগে এক হলসভা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের অধিকার সংকোচন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার অভিযোগ তুলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন, সাধারণ সম্পাদক বি ভেঙ্কট, সহ-সভানেত্রী কে কমল কুমারী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ও প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের রাজ্য ও স্থানীয় স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বর্তমান শাসক দল ও সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা কৃষক ও শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এবং কর্পোরেট মহলের সুবিধা বাড়াচ্ছে। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের চরিত্র বদলে দিয়ে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়।

বক্তারা জি রামজি প্রকল্প নিয়েও সমালোচনায় সরব হন এবং শ্রমিক-কৃষকদের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করা হয়।

উল্লেখযোগ্যভাবে, এদিনের কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আন্দোলনের প্রতি সংগঠনের শক্ত ভিত ও জনসমর্থনের ইঙ্গিত বহন করে।

Exit mobile version