জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশীষ কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রেখেছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি।
রাজ্য কমিটির নেতা পবিত্র কর বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার কৃষক স্বার্থে কোন কাজই করেন না। যার ফলে কৃষকরা বিভিন্ন সময়ে বারবার ক্ষতিগ্রস্ত হলেও সরকার থেকে কোন অনুদান পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে এবারকার নির্বাচনে কৃষকরা কেন্দ্রীয় সরকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
কৃষকরা এক প্রকার মনস্থির করে ফেলেছে ভোট যদি দিতে হয় এবারের ভোট দেবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কথাগুলি বললেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর।