Site icon janatar kalam

কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উন্নতমানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বিজ্ঞানভিত্তিক চাষের মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। আজ বামুটিয়া ব্লকের কালিনগরে ২টি এগ্রি মার্কেটের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। ২টি এগ্রি মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১২ লক্ষ টাকা।

সব্জি বাজারের উদ্বোধন করে কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গ্রাম, কৃষক ও গরীব অংশের মানুষের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কৃষকরা হলেন দেশের মেরুদন্ড। তারা আমাদের অন্নদাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকার খাদ্য শস্যে স্বয়ংন্তর ত্রিপুরা গড়ার জন্য কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা, সমাজসেবী শিবেন্দ্র দাস, সমাজসেবী প্রকাশ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া। সভাপতিত্ব করেন পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের প্রধান নিখিলেশ দত্ত। অনুষ্ঠানে বামুটিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ১২টি ডাস্টবিন বাজার কমিটির হাতে তুলে দেওয়া হয়।

Exit mobile version