Site icon janatar kalam

কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ৪০ভারতীয়, শোক প্রকাশ ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুয়েতে বুধবার শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ভারতীয়সহ ৪১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে কুয়েতের দক্ষিণ আহমেদি প্রদেশের মাঙ্গাফ এলাকায় একটি ছয়তলা ভবনের রান্নাঘরে আগুন লাগে। বলা হচ্ছে ওই ভবনে প্রায় ১৬০ জন লোক বাস করত, যারা একই কোম্পানির কর্মচারী। সেখানে বসবাসকারী শ্রমিকদের মধ্যে অনেকেই ভারতীয় বলে জানা গেছে।

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৪০ জনেরও বেশি লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জয়শঙ্কর টুইটারে বলেছেন, ‘কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের খবরে গভীরভাবে মর্মাহত। ৪০ জনেরও বেশি লোক মারা গেছে এবং ৫০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই ভারতীয় বলে জানা গেছে।

Exit mobile version