জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরন সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সেনা মুখপাত্র জানিয়েছেন, এলওসি পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সশস্ত্র জঙ্গি। সতর্ক টহলদার সেনারা তাঁদের গতিবিধি টের পেয়ে চ্যালেঞ্জ করলে শুরু হয় গুলির লড়াই।
তীব্র গুলিযুদ্ধে দুই অনুপ্রবেশকারী নিহত হয় বলে জানা গেছে। সেনা মুখপাত্র আরও জানান, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং গোটা সীমান্ত অঞ্চলকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত থাকলেও ভারতীয় বাহিনীর সতর্ক পাহারায় প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হচ্ছে।

