জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নেশাকারবারিদের কাছ থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার ইয়াবা ট্যাবলেট সহ পিস্তল উদ্ধার নেশাকারবারির কাছ থেকে। ঘটনা আমতলী থানা এলাকায়। গ্রেপ্তার হওয়া নেশা কারবারিকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করলো পুলিশ।
প্রশ্ন উঠছে নেশা কারবারিদের কাছে আগ্নেয়াস্ত্র কেন?আমতলী থানার পুলিশ ফুলতলীর মতিনগর থেকে কুখ্যাত নেশা কারবারিকে আটক করে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ এর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর ও বিএসএফ নিয়ে অভিযান চালানো হয় ফুলতলীর মতিনগর এলাকার কুখ্যাত নেশা কারবারি আবু সালেমের বাড়িতে।
দীর্ঘ সময় ধরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে। কুখ্যাত নেশা কারবারি আবু সালেমকে গ্রেফতারও করে পুলিশ। খবর পেয়ে শুক্রবার আমতলী থানায় ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।
কুখ্যাত নেশা কারবারী আবু সালেমের বিরুদ্ধে অস্ত্র আইন সহ এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ আবু সালেম দীর্ঘদিন ধরেই এই ধরনের অবৈধ নেশা ব্যবসার সাথে জড়িত।
এর আগেও বিভিন্ন জায়গায় নেশা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে নেশা কারবারিরা আগ্নেয়াস্ত্র কেন ব্যবহার করছে? তবে এর পেছনে অন্য কোন বদ উদ্দেশ্য কি রয়েছে?