Site icon janatar kalam

কুকুরের কামড়ে আহত ২৫ থেকে ৩০ জন লোক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুকুরের কামড়ে আহত ২৫ থেকে ৩০ জন ছুটেছে জিবিও আইজিএম হাসপাতালে । ঘটনাটি শুরু হয়েছে রানির বাজার বৃদ্ধি আশ্রম থেকে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সাদা রংয়ের কুকুরটি রাস্তায় যাকে পাচ্ছে তাকেই কামড়িয়ে পালাচ্ছে ।এদিকে কুকুরের কামড়ে আহত হয়ে আইজিএম হাসপাতালে ইতিমধ্যে ১০ থেকে ১৫ জন লোক চিকিৎসা পরিষেবা নিতে হাজির হয়েছে । বাকি অনেক লোক জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটছে বলে জানা যায় । সাদা রঙের এই কুকুরটি রাজধানীর মঠচৌমুহনী এলাকা পর্যন্ত এতগুলি লোককে কামড়ে দিলেও কুকুরটিকে আটকানোর চেষ্টা কেউ করেনি । অবিলম্বে যদি প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে কুকুরটিকে না আটকানো যায় তাহলে আরো অনেক লোককে কামড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল বলে অভিমত ব্যক্ত করেছে জনৈক প্রত্যক্ষদর্শী । ধারণা করা হচ্ছে কুকুরটির মস্তিষ্ক বিকৃত রয়েছে ।

 

 

 

Exit mobile version