Site icon janatar kalam

কাশ্মীরে স্থানীয় সন্ত্রাসবাদ শেষ হয়েছে: জেপি নাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :-অপারেশন সিঁদুর নিয়ে বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি জোর দিয়ে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর, ২০১০-২০১৪ সালের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনা ২০০০-এরও বেশি থেকে শূন্যে নেমে এসেছে। গত তিন বছরে, কাশ্মীর উপত্যকা একদিনের জন্যও বন্ধ করা হয়নি। এখন স্থানীয় সন্ত্রাসবাদ শেষ হয়েছে, কেবল বিদেশী সন্ত্রাসীরা রয়ে গেছে।

কজন সন্ত্রাসীর গড় আয়ু এখন মাত্র ৭ দিন। এটি সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার ফলাফল।’ জেপি নাড্ডা আরও বলেছেন, ‘২০০৫ সালের দিল্লি ধারাবাহিক বোমা বিস্ফোরণ, ২০০৬ সালের বারাণসী সন্ত্রাসী হামলা, ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেন বোমা বিস্ফোরণের ক্ষেত্রে তৎকালীন সরকার কোনও পদক্ষেপ করেনি।

মূল কথা হল, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে সন্ত্রাস, বাণিজ্য ও পর্যটন অব্যাহত ছিল। নাড্ডা বলেছেন, ২০০৮ সালে ইন্ডিয়ান মুজাহিদিনের জয়পুর বোমা বিস্ফোরণের পর ভারত ও পাকিস্তান একটি নির্দিষ্ট আস্থা তৈরির পদক্ষেপে একমত হয়েছিল, তাদের (তৎকালীন কংগ্রেস সরকারের) তোষণের সীমা আমাদের বুঝতে হবে।’

Exit mobile version