Site icon janatar kalam

কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার তিব্রনিন্দা জানালো  মনপাথর বিজেপির কার্যকর্তারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগতকিছুদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ভারতীয় হিন্দুদের বাছাইকরে গুলিকরে নিহত করলো পাকস্থানি জঙ্গীরা। এই আক্রমনের তিব্রনিন্দা জানিয়ে রবিবার মনপাথর বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করলেন দুই বিজেপির সংখ্যলঘু নেতৃত্ব। উনারা এই ঘটনার তিব্র নিন্দার পাশাপাশি ঘটনারসাথে জরিতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিজানান।

আজকের এই সাংবাদিক সন্মেলনে জঙ্গি হামলার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনা ওয়াকফ বিল সম্পর্কে জানানোহয়। বিল সম্পর্কে জানাতেগিয়ে দুই সংখ্যালঘু নেতৃত্ব জানান এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভালোহবে। এই বিলেরফলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উন্নয়নহবে বলে জানান দুই নেতৃত্ব।

Exit mobile version