জনতার কলম ওয়েবডেস্ক :- সার কালোবাজারি, মজুতদারি ও নিম্নমানের সার বিক্রির বিরুদ্ধে দেশজুড়ে কড়া অভিযান চালাচ্ছে কেন্দ্র সরকার। গত সাত মাসে সার ডিলারদের বিরুদ্ধে মোট ১২ হাজার ৮১৪টি শোকজ নোটিস জারি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী জে.পি. নাড্ডা।
আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, শুধু সার কালোবাজারির অভিযোগে ৫ হাজারের বেশি শোকজ নোটিস এবং ৩ হাজারেরও বেশি লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি, সার মজুতদারির অভিযোগে ৬৮৭টি শোকজ নোটিস জারি করা হয়েছে এবং ২০২টি লাইসেন্স বাতিল করা হয়েছে।
সারের ঘাটতি প্রসঙ্গে জে.পি. নাড্ডা বলেন, কেন্দ্র সরকার সঠিক সময়ে সর্বত্র সার পৌঁছে দিচ্ছে। তবে ডিলারদের দ্বারা মজুতদারি একটি বড় সমস্যা, যার দায়িত্ব রাজ্য সরকারগুলিকেই নিতে হবে। তিনি জানান, বর্তমানে দেশে ৬৭ লক্ষ মেট্রিক টন সার মজুত রয়েছে এবং আগামী মাসে আরও ২৪ লক্ষ মেট্রিক টন সার সরবরাহ আসবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ইন্টিগ্রেটেড ফার্টিলাইজার মনিটরিং সিস্টেম-এর মাধ্যমে সারের চাহিদা ও যোগান স্বচ্ছ ও রিয়েল-টাইম ভিত্তিতে নজরদারিতে রাখা হচ্ছে।
তিনি বলেন, সার পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে প্রস্তুতকারক, উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে। একই সঙ্গে মরশুমের আগেই রাজ্যগুলিকে সময়মতো সারের অর্ডার দিতে হবে।
ডাইভারশন, মজুতদারি ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারগুলির হাতেই রয়েছে বলেও স্পষ্ট করে দেন মন্ত্রী। নিম্নমানের সার বিতরণ রুখতে প্রয়োজনে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

