জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শব্দবাজি বিরোধী অভিযান চলে কালী পূজার রাতেও শহরের বিভিন্ন এলাকায়। মিলে সাফল্যও।কালী পূজার রাতে পশ্চিম থানা এলাকায় শব্দ বাজীর বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। পশ্চিম থানার অন্তর্গত আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধার করে।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান আগরতলা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে শব্দ বাজি উদ্ধার করা হয়। একটি মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। বাজি উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে যাদের কাছ থেকে শব্দ বাজি উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। শব্দ বাজি বিরোধী অভিযান চালালেও আলোর উৎসবের রাতে শব্দবাজি পোড়ানো কিন্তু বন্ধ হয়নি। দেদার ফুটেছে শব্দবাজি।