janatar kalam

কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আধিকারিকদের বলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর ঝড়ে ক্ষতি হয়েছে।

কোথাও ভেঙে পড়েছে মানুষের বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি আবার কোথাও গাছ পড়ে নষ্ট হয়েছে বিভিন্ন সম্পদ। ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি। বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায় বেশি ক্ষতি হয়েছে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুতলীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সোমবার পরিদর্শনে উনার সঙ্গে ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা।মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। সব জায়গায় ঘুরে দেখেন।

পরে তিনি জানান আধিকারিকদের বলা হয়েছে ক্ষতিপূরণ নিরূপণ করে সাহায্য করার জন্য। তিনি বলেন, সরকারের তরফে সাহায্য করা তো হবেই পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে সকলকে দাঁড়ানোর আবেদন জানান।

 

Exit mobile version