Site icon janatar kalam

কাঠমান্ডু বিমানবন্দর থেকে এক চোরাকারবারীর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে একজন চোরাকারবারীর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এদিন পুলিশ জানিয়েছে, গোর্খা জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর ঘাল গত রাত ১১:৫৬ মিনিট নাগাদ দুবাই ফ্লাইট এফজেড ৫৭৩-এ কাঠমান্ডুতে অবতরণ করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ ১৪ কেজি সোনা উদ্ধার করে। তারপর পুলিশ তাকে গ্রেফতারও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য এক চোরাকারবারী মীন বাহাদুর ঘালকেও কাঠমান্ডুর ধুমবারাহি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে নেপালে সোনা চোরাচালান বন্ধই হচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর।

 

 

 

Exit mobile version