জনতার কলম আগরতলা প্রতিনিধি :- চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স বাইপাস সংলগ্ন এলাকায় গ্যাস পাইপ লাইনের কাজ চলাকালীন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক বহিরাজ্যের শ্রমিক। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচর থেকে আগরতলা গামী গ্যাস পাইপ লাইনের কাজে নিযুক্ত ওই শ্রমিক তখন কাজ করছিলেন। ঠিক সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা TR01AT-1821 নম্বরের একটি ডাম্পার গাড়ি ব্যাক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। ধাক্কার পর ডাম্পারের চাকা শ্রমিকটির কোমরের উপর দিয়ে উঠে যায়। ফলে তার কোমর ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা দ্রুত কদমতলা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয়। সহকর্মী শ্রমিকদের বরাত অনুযায়ী, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
আহত শ্রমিকের নাম শ্যাম দাস (৩৮), পিতা রামসুখিত দাস। বাড়ি বিহারের মধুবনী জেলার ভেলি গ্রামে। তিনি শিবশক্তি কনস্ট্রাকশনের অধীনে কর্মরত ছিলেন।
অন্যদিকে দুর্ঘটনার পর ডাম্পারটি ফেলে রেখে গাড়িচালক পলাতক হয়ে যায়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

