Site icon janatar kalam

কাঁটাতারের ওপারে জলের পাম্প মেশিনের শুভ সূচনা, খুশি কৃষকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-লক্ষামুড়া পুর নিগমের ১ নং ওয়ার্ড এর অন্তর্গত ভূমিহীন কলোনী এলাকায় কাঁটাতারের বেড়ার ফলে প্রায় ১০০ কানি জমি বাংলাদেশের দিকে পড়ে যায়। ফলে প্রায় ২০০ থেকে ৩০০র মতো কৃষক কৃষি কাজের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। শুধুমাত্র বর্ষাতেই তারা কৃষিকাজ সম্পূর্ণ করত কাঁটাতারের ওপারে। দীর্ঘদিনের সমস্যা ছিল এটা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সমস্যার কথা চিন্তা করে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সেই এলাকায় একটি জলের পাম্প মেশিন বসানো হয় । যার ফলে কৃষকদের এখন আর শুধু প্রাকৃতির উপরে নির্ভর করে থাকতে হবে না বাংলাদেশের দিকে এবং ভারতীয় অংশের প্রায় ৫০ জনের মত কৃষক এ জল দিয়ে সারা বছরব্যাপী তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারবে। তারই পরিপেক্ষিতে আজ এলাকার জন গনকে সাথে নিয়ে জলের পাম্প মেশিনের বোতাম টিপে শুভ সূচনা করেন মেয়র দীপক মজুমদার।আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, আগরতলা পুর নিগমের কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদার, শর্মিষ্ঠা বন্ধন, এলাকার বিশিষ্ট সমাজসেবী মুকুল রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Exit mobile version