Site icon janatar kalam

কল্পনা এবং সৃজনশীলতার সাথে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর মঞ্চ হলো বিজ্ঞান মেলা : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে মূলত কল্পনা ও সৃজনশীলতার সাথে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর বিরাট মঞ্চ। শুক্রবার ৫২ তম রাজ্যস্তরিয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্রকুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। 

শুক্রবার থেকে রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২ তম রাজ্যস্তরিয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার দুই দিনের এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয়ের শিক্ষা অধি কর্তা এন সি শর্মা ,এনসিইআরটি নয়া দিল্লির ডক্টর সিভি সিমা রয় ,এস সি ই আর টি’র অধিকর্তা এল ডার্লং সহ অন্যান্যরা।

এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাই হয়তো পুরস্কার পাবে না কিন্তু তারা তাদের বিজ্ঞান মানসিকতার চিন্তাধারাকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে।এটাই একটা বিরাট প্রাপ্তি। মেয়র আরো বলেন, কল্পনা এবং সৃজনশীলতার সাথে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর মঞ্চ হলো এই বিজ্ঞান মেলা।

দুই দিনের রাজ্যভিত্তিক এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে শনিবার বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মিলেট খাদ্যশস্যের উপকারিতা নিয়ে বক্তব্য রাখা হবে। এছাড়া টেকসই বিজ্ঞান ও সবুজ প্রযুক্তি শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের ৮ জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের মডেল নিয়ে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

 

 

 

Exit mobile version