জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন। রাজ্যের দ্বাদশ মান উত্তীর্ণ প্রচুর পড়ুয়া কলেজ গুলিতে ভর্তি হয়েছেন। বুধবার প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া পড়ুয়ারা কলেজে যান। কলেজ জীবনের প্রথম দিন সকলের কাছে স্মৃতি মধুর।
সেই কলেজ জীবনের প্রথম দিন নবাগতদের ফুল চন্দন দিয়ে স্বাগত জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাম ঠাকুর কলেজ শাখা। এদিন রাম ঠাকুর কলেজে যারা ভর্তি হয়েছেন তাদের স্বাগত জানানো হয় এবং ছাত্র- ছাত্রীদের হাতে কলম ও চকোলেট দেওয়া হয় সংগঠনের তরফে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মনোজ কর্মকার সহ অন্যরা। কলেজের বড় দাদা দিদিদের এভাবে স্বাগত জানানোয় খুশি পড়ুয়ারা।
O