জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর রামঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ উৎসব মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। নতুনকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান হল নবীন বরণ। প্রতিটি মহাবিদ্যালয়ে প্রতিবছর এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সেই মতো মঙ্গলবার রামঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ।উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার ,টিআইডিসির চেয়ারম্যান নবা দল বনিক, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নবীন বরণ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ।কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের ডিসিপ্লিন মেনে এগিয়ে চলার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে রামঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান শিক্ষা অধিকর্তা সহ টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বনিক।
কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের ডিসিপ্লিন মেনে এগিয়ে চলার পরামর্শ রামের
