Site icon janatar kalam

কর্পোরেটরের সামনে শ্রমিককে মেরে ফেলার হুমকি, এন সি সি থানায় অভিযোগ শ্রমিকদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের এক ক্লাবের কতিপয় সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার। জানা গেছে ৭৯ টিলা জ্যোতির্ময় কলোনিতে টুয়েপের শ্রমিকরা কাজ করছিলেন শনিবার। তারা স্থানীয় একটি মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তখনই সেখানে আসেন কর্পোরেটর লতা নাথ, ওয়ার্ড সচিব।

ছুটে আসেন স্থানীয় মেমোরিয়াল ক্লাবের কতিপয় সদস্যরা। ক্লাবের ঘরটি পরিষ্কার করতে কেন যায়নি শ্রমিকরা তা জানতে চায় ক্লাবের সদস্যরা। তখন শ্রমিকরা জানায় মন্দিরের সামনের কাজ শেষ করেই সেখানে যাবেন।

অভিযোগ তখনই ক্লাবের কতিপয় সদস্যরা কর্পোরেটরের সামনে মহিলা ও পুরুষ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অভিযোগ একজন শ্রমিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এন সি সি থানায় এসে অভিযোগ জানান শ্রমিকরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

 

 

Exit mobile version