জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে নাজেহাল সাধারণ মানুষ। এই বন্যার ফলে মৃত্যু হয়েছে সর্বমোট ২৪ জনের, বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষদের পাশে রাজ্য সরকার ত্রাতার ভূমিকায় দাঁড়িয়েছে এবং তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তাদের হাতে তুলে দিতে ১০০ শতাংশ চেষ্টা চালিয়েছে রাজ্য সরকার।
আর তাতে সম্পূর্ণভাবে না হলেও কিছুটা সাফল্যের চেহারা দেখতে পেয়েছে রাজ্য সরকার তাই বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তিনি জানিয়েছেন, ভগবানের কৃপায় গোমতী নদীর পানি কমছে। অমরপুর থেকে কুরবুক হয়ে যতনবাড়ি যাওয়ার রাস্তাটি চালু করা হয়েছে।
আমাদের প্রশাসন, এনডিআরএফ এবং এসডিআরএফ দলগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করছে। তাদের নিরলস প্রচেষ্টা পরিস্থিতি প্রশমিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ আনতে সাহায্য করছে। আমরা এখন পর্যন্ত অগ্রগতিতে সন্তুষ্ট এবং এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করে যাব।