Site icon janatar kalam

কমিউনিস্টদের সময়ে কোন ঈশ্বর ছিল না, সব পাপ মোছন হত মেলারমাঠে : বিপ্লব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিস্টদের মুখে কখনো শোনা যায় না ঈশ্বর প্রদত্ত। তাদের মুখে শুনবেন সব কিছু রয়েছে মার্কস বাদে ও লেলিনবাদে। যার জন্য ত্রিপুরাতে একটা সময় লেলিনবাদ চলে এসেছিল। বর্তমানে অন্তর্জলী যাত্রায় গেছে লেলিনবাদ। বললেন বিপ্লব দেব। বিগত সরকারের আমলে কমিউনিস্ট ছাড়া অন্য কোন কথা শোনা যেত না। ঈশ্বর বিশ্বাস করত না কমিউনিস্টরা।

যার ফলে মার্কসবাদ লেলিনবাদ ছাড়া তাদের মুখে কোন কথাই শোনা যেত না। গত ৩৫ বছরে ধর্ম প্রায় মুছে যাওয়ার পথে ছিল। হিন্দুত্ববাদ কমিউনিস্টরা কখনোই বিশ্বাস করত না। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্ট আমলে বাড়িতে স্নান করলে পূর্ণ হতো না। এই আমলে মেলার মাঠে গিয়ে স্নান করলে সম্পূর্ণ পূর্ণ লাভ করা যেত।

যার জন্য মেলার মাঠের দিকে দীর্ঘ লাইন ছিল কমিউনিস্ট তাত্ত্বিক নেতাদের। বুধবার রামনগরে শক্তি বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মহিলা স্বনির্ভর সহায়ক দল ও এনজিও গুলি একত্রিত হয়ে এলাকায় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। পাশাপাশি মহিলাদের আত্মনির্ভর করে তোলার বিষয়ে একমত হয়েছে।

 

 

Exit mobile version