জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমলপুর মহকুমায় চুরি , ও দেশি মদের রমরমা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। এ নিয়ে বিধায়কের উদ্যোগে কমলপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। যাতে করে থানা এলাকায় অবিলম্বে দেশী মদের রমরমা বন্ধে উদ্যোগ গ্রহণ করে পুলিশ প্রশাসন। পাশাপাশি চুরির ঘটনাগুলো যাতে শুন্যের কোটায় নামিয়ে আনে।
বিধায়ক কথা বলেন এসডিপিও আয়ুষ্মান শ্রীবাস্তব এর সাথে। শ্রীবাস্তব অত্যন্ত গুরুত্ব সহকারে বিধায়কের কথাগুলি শুনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক , যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।