Site icon janatar kalam

কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান বিতরণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে নাগরিক পরিষেবা সমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্লকে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান বিতরণ করা হচ্ছে। এর আগে চারটি ব্লক কে এই ধরনের ভ্যান প্রদান করা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম জেলার আরো পাঁচটি ব্লক কে মোবাইল ভ্যান প্রদান করা হয়েছে এই ব্লকগুলি হল জিরানিয়া মান্দাই ওল্ড আগরতলা বামুটিয়া ও মোহনপুর। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এই মোবাইল ভ্যান পরিষেবার এজেন্ট সূচনা করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধি পতি হরিগোপালআচার্য,পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। এদিন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত স্বভাধিপতি জানান এই মোবাইল ভ্যান পরিষেবার মাধ্যমে গ্রামাঞ্চলে বসবাসকারী জনগণ আধার কার্ড prc সব বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাবেন এবং উপকৃত হবেন এর জন্য জনগণকে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হবে না। এর আগে পশ্চিম জেলার অধীন এ ডিসিসি এলাকার চারটি ব্লকে এই ধরনের মোবাইল ভ্যান দেওয়া হয়েছে।

Exit mobile version