Site icon janatar kalam

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্য রওয়ানা দিলেন ভোট কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ বৃহস্পতিবার। সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বুধবার ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে পৌঁছে যান নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন থেকে নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের যেসব আসনে ভোট হবে ত্রি-স্তর পঞ্চায়েতের সেসব কেন্দ্রের ভোট কর্মীরা বুধবার রওয়ানা হন।

তারা বিভিন্ন ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে স্ব স্ব ভোট কেন্দ্রে যান।পশ্চিম জেলার ডুকলি ব্লকের অধীন ৭১ টি কেন্দ্রে হবে ভোট। বুধবার ডুকলি ব্লক চত্বর থেকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে যান ভোট সামগ্রী সহ নিরাপত্তা কর্মীদের নিয়ে। ডুকলি ব্লকে শুধু মাত্র জিলা পরিষদ আসনের ভোট নেওয়া হবে। ব্লকের বি ডি ও জানান, ৭১ টি কেন্দ্রের জন্য ভোট কর্মী ৪৮৪ জন। কোথাও ৪ জন আবার কোথাও ৫ জন পুলিস কর্মী থাকবেন ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে।

বি ডি ও ভোটারদের কাছে আহ্বান রাখেন শান্তিপূর্ণ ভাবে ভোট দান করার জন্য। ডুকলি ব্লক ছাড়াও রাজ্যের প্রায় সবকটি ব্লক এলাকায় রয়েছে ভোট। তবে ত্রি-স্তর পঞ্চায়েতের সবকটি আসনে ভোট হচ্ছে না। কারণ অনেক আসনে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়ে গেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি।

 

 

 

 

 

Exit mobile version