Site icon janatar kalam

ককবরক রোমান স্ক্রিপ্টের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ টিএসএফ-র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টের দাবিতে থমকে যাওয়া আন্দোলন ফের জেগে উঠল। বিধানসভা অধিবেশন শুরুর দিনে ফের আন্দোলনে টি এস এফ। বুধবার টিএসএফ-র পক্ষ থেকে ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজধানীর সার্কিট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

গান্ধী মূর্তির পাদদেশে হয় বিক্ষোভ। সংগঠনের সাধারন সম্পাদক অমলেশ জমাতিয়া জানান তাদের দাবি ককবরক রোমান স্ক্রিপ্ট। ককবরক রোমান স্ক্রিপ্টের দাবি যেন বিধানসভার অধিবেশনে উত্থাপন করা হয় তার জন্য সেজন্য বিক্ষোভে সামিল হয়েছেন তারা। অন্য ভাষার মতো ককবরক ভাষাকে সম্মান দেওয়ার দাবি টি এস এফের।

 

 

 

Exit mobile version