ককবরক ভাষা রোমান হরফের দাবিতে রাজধানীতে টি এস এফের বিক্ষোভ প্রদর্শন
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টি এস এফ। তাদের একমাত্র দাবি ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার , এদিন বিক্ষোভকারীরা বিধানসভামুখী মন্ত্রীদের কনভয় দেখে গো-ব্যাক স্লোগান তুলেন যা দেখে বিক্ষোভস্থলে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়।
এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে বাংলা ভাষার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসার পর ও সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের উদ্যােগ নেওয়া হয়নি।
বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি।এদিনের কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।