ককবরকে রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্রের দাবিতে ফের সরব তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলার পাশাপাশি ককবরকে রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র করার দাবিতে ফের সরব তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি জন দেববর্মা সহ অন্যরা। তারা এদিনফের দাবি জানান মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্র বাংলার ও রোমান স্ক্রিপ্টে করার।
তাদের অভিযোগ এর আগেও অনেক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে তা তারা জানতে পারেন নি। তাই ফের সভাপতির সঙ্গে দেখা করতে এসেছেন। এদিকে সংগঠনের প্রতিনিধিরা পর্ষদ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে উনার উত্তরে সন্তুষ্ট না হয়ে পর্ষদের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় এন সি সি থানার পুলিশ।