Site icon janatar kalam

কংগ্রেস ৫৫ বছর শাসন ক্ষমতায় থেকেও বিজেপি ১০ বছরে যা করেছে তা করতে পারেনি : সর্বানন্দ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনীতি বেশ জমে উঠেছে। বিরোধীরা সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। রাজ্যেও এই ইস্যুতে বিরোধীরা আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে। বসে নেই শাসক দল বিজেপি। বাজেটের প্রচারে বুধবার রাজ্যে এলেন কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এদিন প্রদেশ বিজেপির কার‍্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সর্বানন্দ বলেন, বিকশিত রাষ্ট্র বানানোর জন্যে এই বাজেটে গরিব কৃষক মহিলা যুবকদের কথা ভেবে করা হয়েছে। ২০২৯ সালে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হতে চলেছে।

তিনি দাবি করেন উত্তর পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যের বিকাশের জন্যে পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ১০০টি জেলাকে প্রাধান্য দেওয়া হবে যেখানে উৎপাদন কম। মোদী নিষ্ঠার সঙ্গে কাজ করছেন বলে দাবি করেন সর্বানন্দ।

তিনি আরো বলেন, মোদির নেতৃত্বে দেশ উন্নয়নে যে সাফল্য পেয়েছে তাতে দেশবাসীর মনোবল আত্মবিশ্বাস বেড়েছে। কেন্দ্রীয় এই মন্ত্রী কংগ্রেসের সমালোচনা করতেও ছাড়েননি। বলেন, কংগ্রেস ৫৫ বছর শাসন ক্ষমতায় থেকেও বিজেপি ১০ বছরে যা করেছে তা করতে পারেনি। কারণ কংগ্রেসের কাছে নেতা, নীতি ও নিয়ত কোনোটাই ছিল না।

Exit mobile version