janatar kalam

কংগ্রেস – সিপিএম এর জামানত জব্দ হবে, পশ্চিম ত্রিপুরা এবং রামনগরে আসনে বিপুল ভোটে জয়ী হবেন : দীপক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগরে উদ্দীপনাময় মোটর বাইক রেলি ভারতীয় জনতা যুব মোর্চা রামনগর মণ্ডলের তরফে। এদিন সাড়া জাগানো বাইক রেলি রামনগর কেন্দ্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গেই ১৯ এপ্রিল রামনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রামনগর কেন্দ্রে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি মিছিল- সভা পদযাত্রা করছেন বিজেপি প্রার্থী। দলীয় প্রার্থীর সমর্থনে রবিবার এই কেন্দ্রে হয় মোটর বাইক রেলি যুব মোর্চার উদ্যোগে।এদিন সকালে বিজেপি প্রার্থীকে নিয়ে বের হয় মিছিল।সাড়া জাগানো মোটর বাইক রেলি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

বাইক রেলির সামনে হুড খোলা গাড়িতে ছিলেন প্রার্থী দীপক মজুমদার, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। রেলি এলাকার যেদিকে গেছে সাধারণ মানুষ উৎসাহ জুগিয়েছেন।

এদিন প্রার্থী দীপক মজুমদার আশাব্যক্ত করেন, পশ্চিম আসন ও রামনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী দ্বয় বিপুল ভোটে জয়ী হবেন। অন্যদিকে যুব মোর্চার রাজ্য সভাপতি বলেন, যুব মোর্চার সদস্যরা মাঠে নেমে পড়েছেন। প্রতিটি বুথে কংগ্রেস- সিপিএম এর জামানত জব্দ হবে।

 

 

Exit mobile version