Site icon janatar kalam

কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না : অনুরাগ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি সংগঠিত হওয়া চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিরোধীরা একপ্রকার মুখ থুবড়ে পড়েছে পরাজয় স্বীকার করে নিতে কষ্ট হচ্ছে। তাই বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে ভারতীয় জনতা পার্টির জয়ের আনন্দকে ফিকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে দিগ্বিজয় সিং সহ বিরোধী নেতাদের ইভিএম নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে, তিনি বলেন, “কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। পরাজয় মেনে নেওয়ার পরে, তারা কখনই পরাজয়ের কারণ নিয়ে চিন্তা করে না।

 

তারা ইভিএমকে দোষারোপ করছে এবং সনাতন ধর্ম ও হিন্দুদের নিন্দা করছে।  তার পাশাপাশি তাদের চিন্তাভাবনা এখন খুব পরিষ্কার। তারা ইভিএমকে নিন্দা করে, তারা আমাদের দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কিছু লোক ‘টুকড়ে-টুকড়ে’ গ্যাংয়ের সাথে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এই জাতিকে বিভক্ত হতে দেব না। তাদের চিন্তা হিন্দুত্ব ও সনাতন ধর্মকে অপমান করা বলে জানান তিনি।

 

 

Exit mobile version