Site icon janatar kalam

কংগ্রেস ভবনে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ,স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকার অবমাননা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার এক দিকে যখন গোটা রাজ্যের সাথে উদয়পুর মহকুমাতেও ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, ঠিক তখন অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেস দলের দলীয় অফিস আগুনে পুড়ছে ।ঘটনা বাগমা কংগ্রেস ভবনে ।জানা যায় ৭৭ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাগমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য নানা সাজসজ্জা সরঞ্জাম রাখা হয়েছিল দলীয় অফিসে । কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের একটি দল বাগমা কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেয় । এর ফলে পুড়ে ছাই হয়ে যায় কংগ্রেস ভবনে থাকা বিভিন্ন আসবাবপত্র । মঙ্গলবার সকালে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের নেতৃত্ব বাগমা বাজারে গিয়ে দেখতে পায় গোটা কংগ্রেস ভবনে আগুন ধরানো হয়েছে । স্বাধীনতা দিবসের এই মহান দিনে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের ছবি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । এই ঘটনা দেখতে পেয়ে একপ্রকার চাপা উত্তেজনা সৃষ্টি হয় কংগ্রেস কর্মীদের মধ্যে। পরবর্তী সময় মঙ্গলবার সকালেই বাগমা ফাড়ি থানায় জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল কর্মীদেরকে সাথে নিয়ে থানার ইনচার্জের সাথে দেখা করে এক ডেপুটেশানে মিলিত হয় । সেই সাথে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান । কিন্তু প্রশ্ন উঠছে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন যাওয়ার পরেও যেভাবে রাজনৈতিকভাবে সন্ত্রাস হয়েছে গোটা বিধানসভা জুড়ে এক প্রকার বাগমায় রীতিমতো সন্ত্রাসী প্রথম স্থান দখল করবে । এখনো পর্যন্ত যে রাজনৈতিকভাবে সন্ত্রাস বন্ধ হয়নি বাগমা এলাকায় তাতে করে পুলিশের ব্যর্থতা চরম উঠেছে । একই সাথে বাগমা বাজারে রাতে পুলিশি টহলদারি নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে বাগমা থানাকে । এখন দেখার বিষয় দুষ্কৃতিকারীদের ধরতে পারে কিনা বাগমা থানার পুলিশ, সেই দিকে তাকিয়ে রয়েছে কংগ্রেস কর্মীরা।

Exit mobile version