জনতার কলম ওয়েবডেস্ক :- অবৈধ অনলাইন ও অফলাইন সাট্টাবাজি কাণ্ডে কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র কুমার ওরফে ‘পাপ্পি’-কে গ্রেপ্তার করেছে ইডি। শনিবার সিকিম থেকে তাঁকে আটক করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইডি জানিয়েছে, শুক্রবার বহু রাজ্যে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি টাকা নগদ অর্থ (যার মধ্যে এক কোটি টাকার বিদেশি মুদ্রা), প্রায় ৬ কোটি টাকার সোনার অলঙ্কার, ১০ কেজি রূপো ও ৪টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।
এদিন ৫০ বছর বয়সি এই বিধায়ককে গ্যাংটক থেকে গ্রেপ্তার করার পর স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এরপর তাঁকে বেঙ্গালুরুর আদালতে পেশের জন্য ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়। জানা গেছে, তিনি তাঁর সহযোগীদের সঙ্গে একটি ক্যাসিনো লিজে নেওয়ার ব্যবসায়িক সফরে গিয়েছিলেন।
পরিবার ও সহযোগীদের নামও জড়িত,
তদন্তে উঠে এসেছে, বীরেন্দ্র কুমারের ভাই কে.সি. নাগরাজ এবং ছেলে পৃথ্বী এন. রাজ-এর বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে সম্পত্তি-সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। আরও এক ভাই কে.সি. থিপ্পেস্বামী বর্তমানে দুবাই থেকে অনলাইন গেমিং ব্যবসা সামলাচ্ছেন বলে দাবি করেছে ইডি।
একাধিক রাজ্যে অভিযান!
ইডির অভিযান মোট ৩০টি স্থানে চালানো হয়েছে।
কৃতদুর্গা জেলায় – ৬টি স্থান
বেঙ্গালুরু – ১০টি স্থান
যোধপুর – ৩টি স্থান
হুবলি – ১টি স্থান
মুম্বই – ২টি স্থান
গোয়া – ৫টি ক্যাসিনো
(পাপ্পি’স ক্যাসিনো গোল্ড, ওশান রিভার্স ক্যাসিনো, পাপ্পি’স ক্যাসিনো প্রাইড, ওশান ৭ ক্যাসিনো ও বিগ ড্যাডি ক্যাসিনো)
ইডির দাবি, King567, Raja567, Puppy’s003 এবং Ratna Gaming নামে একাধিক অনলাইন বেটিং সাইট চালানো হচ্ছিল।
ইডির দাবি!
ইডি জানিয়েছে, অভিযুক্তরা অবৈধ জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। তদন্তে আর্থিক অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে। গোটা মামলাটি এখন মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে তদন্তাধীন।
📌 হাইলাইটস
কংগ্রেস বিধায়ক কে.সি. বীরেন্দ্র কুমার ওরফে ‘পাপ্পি’ গ্রেপ্তার।
অবৈধ অনলাইন ও অফলাইন সাট্টাবাজি কাণ্ডে ইডির অভিযান।
১২ কোটি নগদ, ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো ও বিলাসবহুল গাড়ি জব্দ।
পরিবার ও সহযোগীদের নামও জড়ালো।
গোয়া, বেঙ্গালুরু, মুম্বই-সহ একাধিক রাজ্যে ৩০টি স্থানে অভিযান।
একাধিক অনলাইন বেটিং সাইট চালানোর প্রমাণ মিলল।