জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকারদের রোজগার দেওয়ার যে প্রতিশ্রুতি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল তার কিছুই করেনি মোদী সরকার ৯ বছরে। ত্রিপুরায় বেকারের হার দেশের তুলনায় বেশি। এটা ত্রিপুরার ইতিহাসে কখনও হয়নি। অর্থের বিনিময়ে রাজ্যের বিজেপি সরকার বহিঃরাজ্যের ছেলেদের চাকরি দিয়েছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ত্রিপুরায় যখন বেকারের হাহাকার, কাজ পাচ্ছে না তখন ভারতীয় জনতা পার্টি বাইরের ছেলেদের এনে কাজ দিচ্ছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানায় যুব কংগ্রেস। তিনি অভিযোগ করেন বিদ্যাজ্যোতি স্কিমের নামে পড়ুয়াদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এদিকে সাংসদ রাহুল গান্ধীর নির্দেশে যুব কংগ্রেসের তরফে যুবদের ৫ টি গ্যারান্টি দেওয়া হয় লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে কি কি করা হবে।
এবিষয়ে যুব কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে দেশে, ডিপ্লোমা সহ বিভিন্ন কোর্স যারা করেছেন তাদের প্রতি মাসে ১ লাখ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে মাসে,বন্ধ করা হবে প্রশ্নপত্র ফাঁস। এসব গ্যারান্টি দেওয়া হয় যুব কংগ্রেসের তরফে বেকারদের।