জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৫ তম জন্মদিবসে কংগ্রেসে যোগ দিলেন দীর্ঘদিনের বিজেপি নেতৃত্ব সঞ্জীব ভট্টাচার্য । এদিন দলীয় পতাকা তুলে দিয়ে তাকে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ,প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলসহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ । এদিন সংবাদ মাধ্যমকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,যারা দেশকে ভালোবাসেন ,দেশের সেবায় নিয়োজিত হতে চান তারা কংগ্রেস দলের পতাকা তলে আসুন । কংগ্রেস আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। এদিন বিজেপি দলের দীর্ঘদিনের নেতৃত্ব সঞ্জীব ভট্টাচার্য কংগ্রেস দলে যোগদান করায় কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।