Site icon janatar kalam

ওমান-নেপালের ঐতিহাসিক অর্জন, প্রথম দফাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত

জনতার কলম ওয়েবডেস্ক:- আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা করল ওমান ও নেপাল। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক সুপার সিক্স পর্বে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের শীর্ষ তিনে জায়গা নিশ্চিত করেছে তারা।

বুধবার সংযুক্ত আরব আমিরাত সামোয়াকে পরাজিত করার পরই ওমান ও নেপালের বিশ্বকাপে খেলা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তাদের নিজেদের মুখোমুখি ম্যাচের আগেই দুই দলই পরবর্তী পর্বে ওঠার যোগ্যতা অর্জন করে নেয়।

বর্তমানে সুপার সিক্স পর্বে তিন ম্যাচ শেষে ওমান ও নেপাল দু’দলই অপরাজিত থেকে ৬ পয়েন্ট করে অর্জন করেছে। দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত সামোয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ অবস্থায় ইউএই ও জাপানের মধ্যে যে দল এগিয়ে থাকবে, তারাও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ইউএই এখন পর্যন্ত চার ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে, আর জাপানের ঝুলিতে রয়েছে তিন ম্যাচে দুই পয়েন্ট। জাপান তাদের বাকি দুটি ম্যাচ জিতলে যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে।

ব্যাট হাতে নেপালের কুশল ভুর্তেল (৪ ম্যাচে ১২১ রান) ও ওমানের যতিন্দর সিং (৩ ম্যাচে ১১৮ রান) এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দুই রান সংগ্রাহক। বল হাতে নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে এগিয়ে রয়েছেন, আর ওমানের বাঁহাতি পেসার জিতেন রমানান্দি নিয়েছেন ৭টি উইকেট।

ওমান ও নেপালের এই সাফল্যে এশিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হয়েছে। দুই দেশই আগামি বছর বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Exit mobile version