janatar kalam

ঐতিহ্যবাহী বাপুজি বিদ্যামন্দিরে নতুন ভবনের সূচনা, শিক্ষা ব্যবস্থায় জোর রাজ্য সরকারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-১৯৫৩ সালে বড়দোয়ালী ভট্টপুকুর এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাপুজি বিদ্যামন্দির দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বর্গীয় নবীনচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে গড়ে ওঠা এই বিদ্যালয়টি বহু প্রজন্মের শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে পরিচিত।

বিদ্যালয়ের সর্বাঙ্গীন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার বাপুজি বিদ্যামন্দির প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের ভূমিপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিপূজন কার্যক্রমে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

এদিন উপস্থিত সকলকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের অগ্রাধিকার তালিকায় শিক্ষা ব্যবস্থা সর্বাগ্রে রয়েছে। আধুনিক ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বাপুজি বিদ্যামন্দিরের মতো সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যালয়ের উন্নয়ন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

 

 

Exit mobile version