জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্দিষ্ট নিয়োগ নীতি অবলম্বন করেই চাকরি দেওয়া হচ্ছে ও হবে। বর্তমান সরকার এমন কোন চাকরি দেয় না যে চাকরি ভবিষ্যতে খোয়াতে হবে প্রার্থীকে। বক্তা রাজ্যের খাদ্য ও পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্প্রতি এসটিজিটি প্রার্থীদের নিয়োগের বিষয় নিয়ে সংগঠিত আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
তিনি জানান বিষয়টি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর আওতাধীন সুতরাং বিশেষত এই বিষয়ে কোন কিছুই বলার নেই উনার। তবে এতোটুকু স্পষ্ট যে বর্তমান সরকার ১০৩২৩ এর পুনরাবৃত্তি চায় না। সুতরাং এমন কোন ভাবে কোন চাকরি দেওয়া হবে না যাতে ভবিষ্যৎ অন্ধকার হবে কারোর। যথাযোগ্য নিয়োগ নীতি এবং স্বচ্ছতা বজায় রেখে সঠিক পরিকাঠামো অবলম্বন করার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করবে সরকার।
একই সাথে তিনি যোগ করেন, রাজ্যে যেভাবে চাকরি মেলা অনুষ্ঠিত হয় তা অন্য কোথাও হয় না। এক্ষেত্রে বাম সরকারের সময়কাল উল্লেখ করে তৎকালীন সরকারকে তুলোধোনো করেন তিনি। পাশাপাশি সরকার পক্ষ সকল প্রকার নিয়োগ নীতি যথাযথ প্রক্রিয়া মেনেই অফার বন্টন করার কাজ করবে বলে জানান তিনি।